ফেনী প্রতিনিধি : ফেনীর মিডিয়াভুক্ত দৈনিক নয়া পয়গাম’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে পৌরসভাস্থ অানন্দ কমিউনিটি সেন্টারে অালোচনা সভা, র্যালী ও অানুষ্ঠানিক ভাবে ২৩পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।
পত্রিকার সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে বার্তা সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর অাসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, ফেনীর গনমাধ্যমে অতীতে দুরাবস্থা ছিল, প্রতিনিয়ত অত্র জেলায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছিল। ফেনীর সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অারো বলেন, স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় তিনি মেয়র, জেলা অা’লীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অামিন উল অাহসান, সদর উপজেলা চেয়ারম্যান অাবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, জাপান অা’লীগের সভাপতি সামছুল অালম ভুট্টু্ প্রমূখ।