ফেনী প্রতিনিধি :
শান্তি সম্প্রতি ও উন্নয়নে বিগত দশ বছরে সোনাগাজী উপজেলার উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ফেনী-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
তিনি গণসংযোগে বলেন- বাঁকা নদী সোজাকরণ, শতভাগ বিদ্যুতায়ন, চলমান অর্থনৈতিক অঞ্চল, ৬২টি স্কুল বিল্ডিং ও আশ্রয়কেন্দ্র নির্মাণ, ৬টি নতুন বিদ্যালয়, ফায়ার সার্ভিস স্টেশন, মডেল থানার নতুন ভবন, হাসপাতাল বর্ধিত করণ, মঙ্গলকান্দি ২০শয্যা হাসপাতাল নির্মাণ, চরদরবেশ মা ও শিশু হাসপাতাল নির্মাণ, আমিরাবাদ ১০শয্যা মা ও শিশু হাসপাতাল, পরিবার পরিকল্পনা ভবন, উপজেলা বর্ধিত ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ।
নির্বাহী অফিসারের বাসভবন নির্মাণ, কৃষি অফিস ভবন নির্মাণ, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, বঙ্গবন্ধু প্রতিকৃতি নির্মাণ, খালখনন প্রকল্প, মতিগঞ্জ কেরামতিয়া কাজীরহাট রাস্তা সংস্কার, বক্তারমুন্সীতে উপজেলা পশু হাসপাতাল ভবন নির্মাণ, ন্যাশনাল সার্ভিসের আওতায় ২৫৪জনকে চাকুরী প্রদান, শতভাগ স্যানিটেশন, কুঠিরহাট মিয়াজনঘাট ও নবাবপুর ব্রীজ নির্মাণ, সওদাগরহাট ব্রীজ নির্মাণ, মুছাপুর ক্লোজার নির্মাণ, আউটার বেড়ীবাঁধ নির্মাণ, ২শতাধিক গ্রামীণ ব্রীজ কালভার্ট নির্মাণ,নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প, ফেনী সোনাগাজী সড়ক কার্পেটিং, পল্লী সঞ্চয় ব্যাংক ভবন নির্মাণ, ডাকবাংলা নবাবপুর রাস্তা সংস্কার, ধান গবেষণা রাস্তা সংস্কার, নোয়াখালী সোনাগাজী চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ,
সার বীজ ও কৃষি উপকরণ বিতরণ, মুক্তিযোদ্ধা বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি ও ঝরেপড়া রোধে মিড ডে চালু, মতিগঞ্জ ইউনিয়নে বিশুদ্ধ পানি সরবরাহ সহ সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে জোরালো ভূমিকা রাখা।
২০০মেঘাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু ও সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, ফেনী সোনাগাজী মুহুরী প্রজেক্ট সড়ক চারলেন করণ, মাওলাপাড়া ও চেয়ারম্যানঘাট ব্রীজ, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সরবরাহ, অর্থনৈতিক অঞ্চলের রাস্তা ও ব্রীজ নির্মাণ, গভীর সমুদ্র নৌ ও বিমানবন্দর নির্মাণ, কারিগরি ইনিস্টিটিউট স্থাপন, বীজ ভাণ্ডার ও সংরক্ষণ কেন্দ্র স্থাপন, স্টেডিয়াম নির্মাণ, সোনাগাজী বাসীর সুবিধার্থে ফেনীর লালপুলে ফ্লাইওভার নির্মাণ সহ অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে যেগুলোতে তিনি ভুমিকা রাখছেন বলে সাংবাদিকদের জানান।
তিনি বলেন- মেধা যোগ্যতা ও কর্মদক্ষতা এবং রাজনীতির অভিজ্ঞতা, ২বারের উপজেলা চেয়ারম্যান হিসেবে সামগ্রিক কর্মকাণ্ড বিবেচনায় নিলে ফেনী-৩ আসনে আমিই মনোনয়ন পাওয়ার যোগ্য দাবীদার। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী এবার আমায় বিবেচনায় নিবেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরার অনুরোধ জানান।