ফেনী প্রতিনিধি :
ফেনী সদরের উপজেলার ছনুয়া ইউপি তে আজ বুধবার সকাল ১০টায় ৪ নং ওয়ার্ডে মহিলা অা’লীগের উদ্যোগে নিজাম উদ্দিন হাজারী এমপি’র পক্ষ উঠান বৈঠক অনুৃষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে প্রচার প্রচারনার অংশ হিসেবে সর্বস্তরের মহিলাদের উপস্থিতিতে উক্ত বৈঠক অনুৃষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা নিয়ে ব্যাপক অালোচনা করেন , সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া ইউপির চেয়ারম্যান করিম উল্লাহ বি, কম।
বিশেষ অতিথি ছিলেন, সদর মহিলা আওয়ামীগের সভাপতি জোসনা আরা জোসি, যুগ্ন সম্পাদিকা রানী,সাংগঠনিক সম্পাদিকা রিতা, দপ্তর সম্পাদক মাহফুজা, প্রচার শিরিনা, জেলা যুবলীগ নেতা এস আলম সবুজ ও সাইফুল ইসলাম পাটোয়ারী অাবু।