নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের লিফলেট বিতরণ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে সরকারের ১০বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম লিফলেট বিতরণ করেছেন। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার এলাকার লিফলেট বিতরণ শুরু করে তিনি। এসময় তার সাথে ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি প্রমুখ।

লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে মানবতার নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি নারী, শিশুদের সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। কৃষকের যথা সময়ে সার দিয়ে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে ব্যাপক পরিবর্তন। বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর। প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আলো ভোগ করছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকারের অভূতপূর্ব ছোয়ায় এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু বর্তমান বাংলাদেশের একটি অন্যতম রোল মডেল। যেটা কেউ কখনও কল্পনা করেনি। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *