ফেনী প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনীতে আওয়ামীলীগের নির্বাচনী রোডমার্চ ও পথসভা অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর শনিবার। শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে জেলা আওয়ামীলীগ।
দলীয় একাধিক সূত্র জানায়, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার নির্বাচনী রোডমার্চ করবে আওয়ামীলীগ। পথসভাকে সফল করতে জেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিক’র সভাপতিত্বে সাধারণ সম্পদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, হাফেজ আহাম্মদ, প্রিয়রঞ্জন দত্ত, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনসহ দলটির জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে কয়েক দফায় শহরের দোয়েল চত্বরে জনসভার মঞ্চ নির্মানের স্থান পরিদর্শনে যান সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে কয়েক দফায় শহরের দোয়েল চত্বরে জনসভার মঞ্চ নির্মানের স্থান পরিদর্শনে যান সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের সাধারন সস্পাদক নিজাম উদ্দিন হাজারী জানান, জনসভা আয়োজনের জন্য দলের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভায় লক্ষাধিক লোক সমাগম হবে বলে আশাবাদী তিনি।