প্রতিদবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার আলোচিত ৭২ বছরের বৃদ্ধ নুরুল আলমকে বিবস্ত্র করে হামলা ও নির্যাতনের ঘটনায় থানা পুলিশ ভিডিও ফুটেজে শনাক্ত করে রাতব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে সন্ধিগ্ধ ৩জনকে গ্রেফতার করেছে।
পুলিশের একাধিক টীমের এ অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার মুলহোতা আনছুর আলম ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান।
গ্রেফতারকৃতরা হল; ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া গ্রামের বদিউল আলমের পুত্র মোঃ ফারুক (১৯), নিজাম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৩) ও বদরখালী ১নং ওয়ার্ডের মীর আফজলের পুত্র মোঃ কায়ছার (১৮)। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অব্যাহত রয়েছে মুলহোতা আনছুর আলম ও তার সহযোগীদের গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলে জানিয়েছেন ওসি মো.হাবিবুর রহমান। – বাংলারদর্পন