নিজস্ব প্রতিনিধি :
কেন্দ্র থেকে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তানভীর হোসেন চৌধুরী তপুকে সভাপতি ও মোহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সূত্র জানায়, শনিবার (৫ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উত্তর জেলা ছাত্রলীগের কমিটির বিষয়ে জানানো হয়। উল্লেখ্য, সভাপতি হওয়া মিরসরাইয়ের তানভীর হোসেন তপুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলার অভিযোগ রয়েছে। এজাহার মতে, ২০১৬ সালের ২২ জুন দুপুরে মামলার বাদী বাবলু দে থেকে নগদ ৭০ হাজার টাকা ও একটি স্মার্টফোন অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তপু। এ ঘটনায় তানভীর হোসেন তপুকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মিরসরাই থানার মামলা (নং-১৮) দায়ের করেন বাবলু দে। এরপর ২০১৬ সালের ১২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা অলিউল ইসলাম। আদালত ২০১৭ সালের ১৩ ডিসেম্বর চার্জ শুনানী শেষে তপুর বিরুদ্ধে ৩২৩, ৩৭৯ ধারায় অভিযোগ গঠন করেন। বর্তমানে এ মামলায় জামিনে আছেন তপু। এছাড়া ফটিকছড়ির রেজাউল করিমের বিরুদ্ধেও বিএনপি সমর্থিত পরিবারের অভিযোগ রয়েছে।