কোম্পানীগঞ্জে পুলিশের অভিযান : ৩ ডাকাত অাটক

 

 

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে ৩ ডাকাত কে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপার্বতী ইউপির পাঠানতলা থেকে ১৮ নভেম্বর শুক্রবার রাত ২টার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানাযায়,গ্রেফতারকৃত ডাকাত এবং পলাতক ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল, সাইফুল ইসলাম সোহাগ (২৪), পিতা-আমিন উল্যাহ,সাং-করম উল্যাহপুর,থানা-দাগনভূঞা ,এনামুল হক মানিক (২৭), পিতা-আব্দুর রব,সাং-শ্যামেরগাঁও, থানা-সেনবাগ, দুলাল রাজা (৩৫) পিতা-বাহার,সাং-দক্ষিণ জগদানন্দ,থানা-কবিরহাট।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান টের পেয়ে আরো ৭ ডাকাত পালিয়ে যায়। পলাতক ডাকাতদের মধ্যে অন্যতম, নাহিদ হোসেন নিশাত (২০), পিতা-নুর হোসেন বাহার ওরফে চোরা বাহার,সাং-বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড,করালিয়া হামিদ মিয়ার নতুন বাড়ি,সাখাওয়াত হোসেন সোহেল ওরফে জামাই সোহেল (৩০), পিতা-মৃত এরফান উল্যাহ,সাং-চরপার্বতী ১নং ওয়ার্ড, আজাদ (২৮),পিতা-কবির,সাং-মুছাপুর ২নং ওয়ার্ড (আহছান উল্যাহ মসজিদ বাড়ি), আলা উদ্দিন ওরফে ঠোট কাটা আলা উদ্দিন (৩২),পিতা-মাহবুবুল হক, সাং-চরকাঁকড়া ৭নং ওয়ার্ড, রফিকুল ইসলাম মাসুদ ওরফে মাইস্যা (৩০), পিতা- জামাল উদ্দিন, সাং-মুছাপুর ৩নং ওয়ার্ড, রাজিব (২০), পিতা- নেয়ামত উল্যাহ ডাকাত,সাং-মুছাপুর ৯নং ওয়ার্ড, কবির হোসেন কোব্বা (৩৫), পিতা-মৃত আব্দুল সোবহান,সাং-চরহাজারী, সকলের থানা কোম্পানীগঞ্জ,জেলা নোয়াখালী।

উক্ত অভিযানে আরো অংশ গ্রহণ করেন, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন সুমন, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইফুউদ্দীন সাইফ, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.তরিকুল ইসলাম তারেক। অভিযানে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো.সাইফুউদ্দীন সাইফ আহত হয়।

গ্রেফতারকৃত ৩ ডাকাত এবং পলাতক ৭ ডাকাতের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ মো.ফজলে রাব্বি এর মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি এই প্রতিবেদককে ঘটনার সতত্যা নিশ্চিত করেন। সংবাদটি মামলার এজাহার এর বরাতে তৈরী করেন প্রতিবেদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *