কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে আটক ৯ | বাংলারদর্পণ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন ইউনিট।

পুলিশ বলছে, অভিযানে ধর্ষণ চেষ্টার মামলায় ১জন এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও দরিদ্র কৃষককে মারধরের অপরাধে গ্রেফতার করা হয় আরো ৬ জনকে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *