পটুয়াখালীতে ধর্মীয় অনুভু‌তি‌তে আঘাতের অভিযোগে নোমান মিঠু এক যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতি‌নি‌ধিঃ
সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ধর্মীয় অনুভু‌তি‌তে আঘাত মূলক অপপ্রচার চালা‌নোর অ‌ভি‌যো‌গে নোমান মিঠু‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

জানাগেছে, শুক্রবার(১৩ নভেম্বর ২০২০ ইং তারিখ বিক‌াল সা‌ড়ে ৫টার দি‌কে সদর উপজেলা আউ‌লিয়াপুর এলাকা থে‌কে ডি‌বি পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে।গ্রেফতারকৃত নোমান শহরের আরামবাগ এলাকার বাসিন্দা। এবং জেলা ছাত্রলীগের সাবেক গনশিক্ষা বিষয়ক সম্পাদক।তার পুরো নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হ‌লেও ফেইস বু‌কে নোমান মিঠু না‌মে প‌রি‌চিত।

অনুসন্ধানে জানা গে‌ছে, গত ক‌য়েক‌দিন ধ‌রে নোমান তার ফেইসবু‌কের নি‌জের পেই‌জে দে‌শের রাষ্ট্রধর্ম ইসলাম, সরকারী প্রতিষ্টা‌নে আর‌বি‌তে ক‌লেমা লেখা, নারী‌দের হিজাব ও বোরকা পড়া কুসংস্কার , রমজান মা‌সে সেহ‌রির আ‌গে আযান দেয়া ঘুমের ব্যাঘাত নি‌য়ে বি‌ভিন্ন ধর‌নের বিভ্রা‌ন্তিমূলক অপপ্রচার চা‌লি‌য়ে আস‌ছে। গত দুই‌দিন ধ‌রে ধর্মপ্রাণ মুসলমানসহ শহ‌রের বি‌ভিন্ন মহ‌লের পক্ষ থে‌কে সামা‌জিক যোগা‌যো‌গ মাধ‌্যমে তার বিরু‌দ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হ‌য়ে উ‌ঠে। এনিয়ে শুক্রবার জুম্মার নামাজবাদ শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে নোমান মিঠুর বিরু‌দ্ধে বি‌ক্ষোভ প্রদ‌ক্ষিন ক‌রে তা‌কে গ্রেপ্তা‌রের দাবি জানানো হয়।

এবিষয়ে সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) আকতার মো‌র্শেদ জানান, গত ক‌য়েক‌দিন ধ‌রে ইসলাম ধর্ম নি‌য়ে তার ফেইস বুক আই‌ডি‌তে ধর্মীয় অনুভু‌তি‌তে আঘাতপ্রাপ্ত নানা ধর‌নের অপপ্রচার চা‌লি‌য়ে আস‌ছে। যা নি‌য়ে স্থানীয় ধর্মপ্রান মুসলমান‌দের ম‌ধ্যে উ‌দ্বেগ উৎকন্ঠার সৃ‌ষ্টির পাশাপা‌শি সামা‌জিক যোগা‌যো‌গ মাধ‌্যমে তীব্র প্রতিবা‌দের ঝড় উ‌ঠে।

বিষয়‌টি পটুয়াখালী জেলা পু‌লি‌শের নজ‌রে আস‌লে গুরুত্বসহকা‌রে নি‌বিড় পর্যবেক্ষন ক‌রে শুক্রবার দুপুর থে‌কে তাকে আট‌কের জন‌্য অ‌ভিযা‌নে নামে। এক পর্যা‌য়ে বিকাল সা‌ড়ে ৫টায় আউ‌লিয়াপুর থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রা হয়।এবং তার বিরু‌দ্ধে পু‌লিশ বাদী হ‌য়ে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *