টাইটান জিম ‘এর মালিক সানির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও অশালীন আচরণের অভিযোগ

বরিশাল সংবাদদাতা >>>
বরিশাল নগরীর ফকিরবাড়িতে ভাড়াটে দালানে গড়ে ওঠা ‘টাইটান জিম’ এ চলে নিয়মিত মাদক সেবন, চলে অশ্লীলতা। নারী সদস্যদের বিভিন্ন সময় আকার – ইঙ্গিতে করা হয় লাঞ্ছিত ও প্রতিবাদ করলে মাদক সেবিদের এক অংশের অত্যাচার ও তিরস্কার বেড়ে যায় শতগুণ। এছাড়াও মালিক সানি নিজেই পুরুষ হয়েও সুন্দরী অথবা সরল কোন নারীকে দেখলেই হয়ে ওঠেন দক্ষ প্রশিক্ষক ।

যদিও নিয়মানুযায়ী জিমটিতে নারী প্রশিক্ষক ছিলেন ইতিপূর্বে। তার (নারী প্রশিক্ষক) করা প্রশিক্ষণ এর বাইরেও একাধিক নারীকে কু-ইঙ্গিতে প্রশিক্ষণ এর প্রস্তাব দিয়ে একাধিকবার মৌখিকভাবে লাঞ্ছিত হন মালিক সানি। তবুও শিক্ষা হয়নি তার। এমনটাই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন জিমটির সাবেক এক নারী প্রশিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী প্রশিক্ষক বলেন ‘ জিম এ মালিক সানি সাহেব নিজেই ইয়াবা সেবন করেন। এবং বড়লোকের ধনীর দুলালেরা এক অংশ এতে যোগ দিয়ে জিমের ব্যায়াম এর সাইনবোর্ডের আড়ালে চালায় মাদকসেবন এর নিরাপদ এই স্পট। এ ছাড়াও নেশাগ্রস্ত অবস্থায় সানি সাহেব একাধিক নারীকে আমি থাকা সত্ত্বেও ‘ব্যায়াম’ শিখিয়ে দিতে চাইলে বাঁধে গ্যাঞ্জাম । আমিও এর প্রতিবাদ করলে তিনি (সানি) আমাকে সামাজিকভাবে বেইজ্জতি ও ক্যাডার দিয়ে সায়েস্তা করার হুমকি দেয়। এতে আমি একপ্রকার নিরুপায় হয়ে ব্যায়ামাগার ছেড়ে দিয়েছি তিন দিন হল। এরপরও থেমে নেই হুমকি। আমি রীতিমত চাপে রয়েছি। ‘

বিষয়টি জানতে টাইটান জিমের মালিক সানিকে জানতে চাইলে তিনি বরিশালের মহানগর এর আওয়ামীলীগ এর নেতাকে নিয়ে এসে তার(সানির) বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণের চেষ্টা করেন। এক পর্যায় নিজের ফোনের স্বীকারোক্তি শুনে প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা করেন সানি। এবং এ সমন্ধে সংবাদ প্রকাশ না করতে বারবার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *