সরকার যুগোপযোগী শিক্ষার ব্যাবস্থা করছে -অতিরিক্ত সচিব শেখ সলীম

ফেনী প্রতিনিধি :
অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ সলীম উল্লাহ বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষার ব্যাবস্থা করছেন। অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমান সময়ের শিক্ষার্থীরা সৃজনশীল ও প্রযুক্তি নির্ভর। সৃজনশীল ও প্রযুক্তি নির্ভর কর্মমূখি শিক্ষার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা ডিজিটালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছে।

বুধবার সকালে সোনাগাজীর মতিগঞ্জ আর এম হাটকে উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষানূরাগী সদস্য সাইফুল ইসলাম রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব,

মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, উক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শরীয়ত উল্লাহ, ইউনিয়ন আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক মাহফুজ আলম মিয়াজি, যুগ্ন সম্পাদক সরোয়ার হোসেন।

অনুষ্ঠানে শিক্ষকগণ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *