ধর্ষন মামলা থেকে শিবির কর্মীকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন বগাদানার ইউপি সদস্য

সোনাগাজী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ চেষ্টায়  অভিযুক্ত  বগাদানা গ্রামের নুর অাহম্মদের ছেলে শিবির কর্মী বখাটে জয়নুল হুদা (২০) ও তার ৩সহযোগিকে  বাঁচাতে গিয়ে ফেঁসে যাচ্ছেন বগাদানা ইউনিয়ন পরিষদের সদস্য  মহি উদ্দিন। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে ওই ৫জনকে আটক করেছে পুলিশ।

 মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বগাদানার আলমপুরে সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তিন বখাটে যুবক  জোরপূর্বক মুখচেপে ধরে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বখাটেদের যৌননির্যাতনে  কিশোরী মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে একটি সিএনজি অটোরিক্সাতে তুলে দিয়ে তারা পালিয়ে যায় ।  ওই অটোরিক্সা চালক কিশোরীকে নিয়ে নির্জন স্থানে ফের ধর্ষণের চেষ্টা করে । বাড়িতে এসে পরিবারের সদস্যদেরকে ঘটনাটি জানালে তার পিতা স্থানীয় ইউপি সদস্য মহি উদ্দিন কে বিষয়টি অবগত করেন । 

 

মঙ্গলবার বিকেলে ইউপি সদস্য মহিউদ্দিন  বখাটে শিবির কর্মী  জয়নুল হুদা (২০) তার সহযোগি  নজরুল ইসলাম (২১) ও আনোয়ার হোসেনকে (২২)  গ্রাম্য সালিশের মাধ্যমে নাকে খত দিয়ে ছেড়ে দেয়। এসময় নির্যাতিত মেয়ের বাবাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য জানানো হয়। পরে মঙ্গলবার রাতে নির্যাতিত কিশোরীর বাবা সোনাগাজী মডেল থানায় তিন বখাটে, সিএনজি অটোরিক্সা চালক আলমগীর হোসেন (২৩), বগাদানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যে মহি উদ্দিনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এর আগেও শিবির কর্মী জয়নুল হুদার (২০) বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা ও বগাদানা ইউনিয়ন পরিষদে যৌন হয়রানি, ইভটিজিং এবং ধর্ষনের অভিযোগ রয়েছে।

পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ এজহারনামীয় পাঁচজনকে আটক করে। পুলিশ আরো জানায়, ধৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে   কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে । অপরদিকে নির্যাতিত মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *