সোনাগাজী প্রতিনিধি : শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাবছার হত্যা মামলায় আদালতে হাজির হয়ে ৮ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছেন ।
জানাযায়, সোনাগাজী আমলী অাদালতে বিভিন্ন সময়ে সাক্ষী দিয়েছেন যুদ্ধকালীন কমান্ডার আজিজুল হক চাষী, মফিজুল হক পাটোয়ারি, কেএম খুরশিদ অালম, ডেপুটি কমান্ডার দুলাল অাহমেদ, আবু তাহের তানু, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মো: ছাদেক, আবদুল হালিম ও মোঃ হোসেন আহম্মদ।
সোনাগাজী মডেল থানার ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রাজাকার শাহজাহান আকবারকে রক্ষা করতে ১৯৭১সালের ১১ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে গুলি করে হত্যা করা হয় এফএফ ফোর্সের কমান্ডার নুরুল অাবছার কে। তিনি উপজেলার সুজাপুর গ্রামের ফরায়েজি বাড়ীর মৌলভী অাহমেদ করিমের বড় ছেলে।
গত ১৩এপ্রিল ২০১৭ তারিখে ফেনী অাদালতে হত্যা মামলা দায়ের করেন শহীদ কমান্ডার নুরুল অাবছার এর ছোট ভাই গোলাম কিবরিয়া।
উক্ত মামলায় মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, মোশারফ হোসেন ও আবুল কাশেম কাজি জামিনে অাছেন এবং অপর অাসামি রাজাকার শাহজাহান আকবর পলাতক রয়েছেন।