জয়নাল অাবদীন রনি > ফেনীর সোনাগাজী প্রেসক্লাব ২০১৭-২০১৮ বর্ষের সার্বিক কর্মকান্ডের তথ্য চিত্র নিয়ে প্রকাশিত স্মরনিকার মোড়ক উম্মোচন করেন ফেনী জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
বুধবার সন্ধ্যায় মাস্টার পাড়াস্থ সাংসদের ব্যাক্তিগত কার্যালয়ে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ।

এ সময় অারো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অাবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান অাবদুল অালিম মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উল্যাহ বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী , সোনাগাজী প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক নান্টু লাল দাস, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, অানোয়ার হোসেন জানে অালম, হারুন অর রশিদ, হারুন মজুমদার প্রমুখ।