নৌকা নৌকা করে কেন্দ্র দখল, ধানের শীষে সিল, কেন্দ্র স্থগিত | বাংলারদর্পন

সিলেট :

নৌকা নৌকা স্লোগান দিয়ে কেন্দ্র আসে একদল যুবক। ভোটকক্ষে প্রবেশ করে ব্যালট পেপার হাতে নেয় এই যুবকরা। তারপর ধানের শীষে একের পর এক সিল মারতে থাকেন এই যুবকরা।

ঘটনাটি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের।

যুবকরা বের হবার পরে ভোটকক্ষে ছড়িয়ে থাকা বেশ কিছু ব্যালট পেপারে দেখা যায় ধানের শীষ প্রতীকে সিল মেরেছে ঐ যুবকরাই।

এই ঘটনার পর নগরীর ১৮নং ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়েছে।

কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ উদ্দিন প্রিন্স সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, একটি বিশৃঙ্খলার সংবাদ পেয়ে আমরা কেন্দ্রে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিবেশ সম্পূর্ণ অনুকূলে আসলে আবারো ভোটগ্রহন শুরু হবে।

এবারের সিসিক নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *