বরিশালে বিএনপিসহ চার দলের নির্বাচন বর্জন | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল সিটি নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আজ সোমবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ভোট কারচুপি, জালভোট ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন সরোয়ার। বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলনসহ আরও তিনটি দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

বরিশাল সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং মহিলা মোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি। এই সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ সকাল ৮ টা থেকে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।

এই তিন সিটির ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যবহার হচ্ছে। এছাড়া বাকি সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *