নিউজ ডেস্ক: আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে সব শর্ত মানতে রাজি হয়েছে বিএনপি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে কোনো ধরণের সংলাপে রাজি নয় বলে জানা গেছে। জাতীয় নির্বাচনকে নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় নির্বাচনে জামায়াতকে জোটের সঙ্গে না রাখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে মেনে নেওয়া, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন না করার শর্তে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সংলাপে যেতে রাজি হয়।
এছাড়া জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধেরও ইঙ্গিত দিয়েছে বিএনপি। আগের অপকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতেও রাজি হয় দলটি।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ওয়ার্কিং আন্ডার স্ট্যান্ডিংয়ের (সম্পর্ক) জন্য বিএনপির নেতাদের সঙ্গে ফোনে কথা হতে পারে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আর মাত্র পৌনে তিন মাস। এর মধ্যেই আনুষ্ঠানিক সংলাপের কোনো প্রয়োজন নেই। সব কিছুই কি আনুষ্ঠানিক হতে হবে? সামনা-সামনি দেখা না হোক, টেলিফোনে তো অনানুষ্ঠানিক কথাবার্তা হতে পারে। এতে করে নিজেদের দূরত্ব কমে যায়। টেলিফোনে কথা বললে সমস্যা কোথায়?
বিএনপির সঙ্গে সংলাপে কোনভাবেই রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে তা পরিষ্কার হয়।