নিজস্ব প্রতিবেদক :
বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবেই তিন সিটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনার কাজ। আজ সকাল ৮ টা থেকে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
আজ সোমবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে বরিশাল সিটি নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ভোট কারচুপি, জালভোট ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন তিনি। ইসলামী আন্দোলনসহ আরও তিনটি দল নির্বাচন বর্জনের ঘোষণা প্রদান করে।
সিলেট সিটি নির্বাচনে নগরীর কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা, নৌকা স্লোগান দিয়ে কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নগরীর ১৮নং ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তে হয়।
অন্যদিকে সিলেটের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হলে বেলা ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখতে থাকেন। কিন্তু নিজের ভোট দুপুর দেড়টা পর্যন্ত দেননি তিনি। বরং প্রিসাইডিং অফিসারের কাছে ব্যালটের হিসাব চেয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। সরকারের মুখোশ উন্মোচন করার জন্যই এখনো নির্বাচনে আছেন বলেও জানান তিনি।
এই তিন সিটির ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। এছাড়া বাকি সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।
আজকের ভোটের মধ্যে দিয়ে রাজশাহী, বরিশাল ও সিলেটে আগামী পাঁচ বছরের জন্য নগর পিতা নির্বাচিত হবে। পাশাপাশি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী দিনে এই তিন সিটিকে সুন্দর ও নাগরিক সুবিধা সম্বলিত সিটি হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা সকলের।