দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সরকার কতৃক বিভিন্ন নদী খননের দাবীতে মানববন্ধন করা দহয়েছে।
বাংলাদেশ ইয়ূথ ফ্রন্ট ও আমরা সুনামগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। শুক্রবার বিকাল ৫টায় পাগলা বাজারের কলেজ মার্কেটের সামনে মানববন্ধন করে তারা। খাজুয়া নদী ধল হতে ধনু নদী শাল্লা পর্যন্ত খনন, দিরাই উপজেলার হালেয়া, নাগেরগাও পর্যন্ত বাক সুজা, রত্না নদী হতে গাদিয়ালা পর্যন্ত ও দক্ষিণ সুনামগঞ্জের নাইন্দা নদী খননেরদাবীতে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ূথ ফ্রন্টের সভাপতি ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খচরু।
বাংলাদেশ ইয়ূথ ফ্রন্টের সাধারণ সম্পাদক তারেক আল মঈনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান গুলজার আহমদ, পশ্চিম পাগলা ইউনিযন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আউয়াল উদ্দিন, সমাজ সেবক হাসান মাহমুদ তারেক। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামদগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম চৌধুরী,সাধারণ সম্পাদক নূরুল হক, প্রবীণ মুরব্বি উস্তার আলী, সমাজকর্মী তোফায়েল আহমদ ওআবদুল মতিন প্রমূখ।