সিরাজগঞ্জ :
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলে শট‘গান দিয়ে গুলি করেছে পৌর মেয়র হালিমুল হক মিরু।
তিনি বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার প্রতিবাদ সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে। প্রতিবাদ সভায় বক্তারা মেয়রকে গ্রেফতারের দাবী জানিয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক বিবৃতিতে বলেন, দেশে সাংবাদিক নির্যা‘তন বন্ধে যুগোপযোগি আইন না থাকায় প্রতিনিয়ত সাংবাদিক নির্যা‘তন ও হত্যার শিকার হচ্ছে।
এছাড়া জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সাংবাদিক নির্যা‘তন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নেরও দাবী করেন।