ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেই সংসার করছি

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় কারাবন্ধি জামায়াত নেতা কামাল উদ্দিনের  স্ত্রীর সাথে  পরকীয়ার বিষয়ে ইমাম উদ্দিন বলেন, আমি সৌদি প্রবাসী । বিদেশে অবস্থান কালে অর্থাৎ চলতি বছর ফেব্রুয়ারী মাসে  কামালকে তার স্ত্রী রাবেয়া বসরী আঁখি ডিভোর্স দেন । মে মাসে আমি দেশে আসি । সামাজিক রীতি অনুয়ায়ী প্রস্তাব দিয়ে গত ৩জুন আমি  আঁখিকে বিয়ে করি। এর পর থেকে আমরা একসাথেই আছি। হঠাৎ অনলাইন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছে একটি পক্ষ। যা অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত ।

 

এ ব্যাপারে রাবেয়া বসরী আঁখি বলেন, বিয়ের এক বছর  পর থেকে কামাল উদ্দিন জেলখানায় বন্দি। একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে জেল হাজতে আছেন। আমাদের একটি ছেলে ছিল , সেও ৫বছর বয়ষে মারা গেছে।  তাঁর জন্য আমি দীর্ঘ ৮বছর অপেক্ষা করেছি। সে এবং তার পরিবার সবসময় আমার বদনাম রটিয়েছে। নিরুপায় হয়ে চলতি বছর ফেব্রুয়ারী মাসে  কামালকে  ডিভোর্স দিযেছি। যা দাগনভূঞার পৌর মেয়র ও  স্থানীয় কাউন্সিলর অবগত আছেন। এরপর সামাজিক রীতি অনুয়ায়ী প্রস্তাব পেয়ে গত ৩জুন আমি প্রবাসী ইমামকে বিয়ে করি । এতে দোষের কিছুই হয়নি।

 

আঁখি আরো বলেন, বিয়ের পর থেকে কামাল ও তার পরিবারের লোকজন আমাদেরকে নানানভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় একটি জিডি করা হয়েছে। শীঘ্রই আদালতে মামলা করা হবে। বাংলারদর্পণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *