শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে

 

চট্টগ্রাম ব্যুরো :

ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা বলেছেন বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করায় কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিদ্যালয়মূখী হচ্ছে ফলে দেশের বিশাল জনসংখ্যা এখন জনসম্পদে পরিণত হতে চলেছে। সরকারের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো দেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বিরাজ করবে। গত রোববার ডাঃ রাজা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মফিজুর রহমান সওদাগরের মৃত্যুবার্ষিকী, প্রতিষ্ঠাতার পরিবারবর্গ ও স্থানীয় মানুষের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং ও বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ডায়েরী, পরিচয়পত্র ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাজী আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উদ্বোধক ছিলেন আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব আবদুস সালাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন খাস্তগীর ও সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোহাইমেন, মানবতাবাদী সংগঠন ‘মানব কল্যাণে এসো কিছু করি’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন, আবদুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত উল্লাহ, রাউজান সাবেক প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরী, সংগঠক আহমদ সৈয়দ, স্থানীয় প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, সমাজ সেবক গোলাফুর রহমান, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেওয়াজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, রাউজান অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, হাবিবুর রহমান, সাংবাদিক আরফাত হোসাইন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইযুব আলী সওদাগর, শিক্ষক নেজাম উদ্দিন, মোহাম্মদ সোলায়মান, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী, প্রবাসী এনায়েত আলী, রিঙ্গার সফটের সিইও জাবেদ হোসেন চৌধুরী, কৃষিবিদ সরোয়ার রানা, মোহাম্মদ নাসের, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, শিব নারায়ন চৌধুরী, হাসনারা বেগম, কাকলী দাশ, অপর্না বড়–য়া, শাহ আলম, জাহাঙ্গীর আলম,ইরফান অভি, মহিউদ্দিন, সালামত উল্লাহ, কায়সার, প্রমুখ। উত্তর চট্টগ্রামের বৃহত্তর মানবতাবাদী সংগঠন ‘মানব কল্যাণে এসো করি’ এর পক্ষ হতে ১৫৬ জন শিক্ষার্থীদের মাঝে খাতা, জ্যামিতি বক্স, রঙ পেন্সিল বক্স এবং রিঙ্গার সফটের সিইও জাবেদ হোসেন চৌধুরীর পক্ষ হতে বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *