প্রেস বিজ্ঞপ্তি –
জাতীয় দৈনিক অামাদের কন্ঠ’র ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ মনির অাহমদ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে পত্রিকার ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সৈয়দ মনির অাহমদ’র হাতে নিয়োগ পত্র তুলে দেন দৈনিক অামাদের কন্ঠ’র নির্বাহি সম্পাদক মিয়াজী সেলিম অাহমেদ।
তিনি বর্তমানে সাপ্তাহিক ফেনীর ডাক’র বার্তা সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের দায়ীত্ব পালন করছেন।
সৈয়দ মনির অাহমদ (০১৯১২-৭৭২৩৯১) দায়ীত্ব পালনকালে ফেনীর সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।