দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর এক কিলোমিটার | বাংলারদর্পন

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে শুক্রবার; যার ফলে সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে।

প্রস্তুতি সম্পন্ন শেষে বৃহস্পতিবার বিকালে সেতুর জাজিরা প্রান্তে ৪১ ও ৪২ নম্বর খুঁটির কাছে নেওয়া হয় ‘৭এফ’ নম্বর স্প্যানটি।

এরআগে সকাল সাড়ে ৮টার দিকে কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপ জেটি থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজটি স্প্যানটি তুলে নেয়।

সব ঠিকঠাক থাকলেও শুক্রবার সকালেই স্প্যানটি ৪১ ও ৪২ নম্বর খুঁটিতে বসিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা।

প্রকৌশলীরা জানান, এর মাধ্যমে পদ্মা সেতু স্পর্শ করতে যাচ্ছে জাজিরা প্রান্তের তীর। আর এর ফলে দৃশ্যমান হচ্ছে সেতুর পৌনে এক কিলোমিটার।

এরআগে ৪২ নম্বর খুঁটির ঢালাই সম্পন্ন এবং জমাট বাঁধা নিশ্চিতসহ সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। তাছাড়া সম্পন্ন হয়েছে নয়টি খুঁটির কাজ।

জাজিরা প্রান্তের ৩৭ নম্বর খুঁটি থেকে ৪১ নম্বর খুঁটি পর্যন্ত এরআগে চার স্প্যান বসে, যার প্রতিটি ১৫০ মিটার করে দৈর্ঘ্য। এই স্প্যানটি বসানোর পর সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *