নিউজ ডেস্ক :
গাজীপুর সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। প্রযুক্তি ব্যবহার করে ভোট দিতে ভোটারদের মধ্যেও কোনো জড়তা দেখা যাচ্ছে না। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
গাজীপুর সিটি নির্বাচনের ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে মোট ৬টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বা ইভিএম ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হলো চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ এবং কেন্দ্র-২, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ এবং কেন্দ্র-২। এর আগে রংপুর ও খুলনা সিটি নির্বাচনেও ইভিএম ব্যবহার করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন ইভিএমের ব্যবহার খরচ ব্যালট পেপারের চেয়ে অনেক কম।
ইভিএম ব্যবহারে যাতে কোনো সমস্যা না হয় সে উদ্দেশ্যে গতকাল সোমবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সম্পৃক্ত করে ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি দলের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ করা হয়। এর আগে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ–সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ১৯ থেকে ২৪ জুন পর্যন্ত নির্বাচন কমিশনের ৪৮ জনের প্রশিক্ষিত দল ওই ৬টি কেন্দ্রের আওতায় ১২টি জনসমাগম স্থানে জনসচেতনতা ও ভোটিং শিক্ষা প্রদান এবং প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করে।
ইভিএম ব্যবহার করে ভোট দিতে ভোটারদের কোনো অসুবিধা হচ্ছে না বলে জানা গেছে। কেন্দ্রগুলোতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। স্থানীয় নির্বাচনগুলো থেকে ইতিবাচক ফলাফল আসলে পরবর্তীতে জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।