সোনারগাঁ প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সোনারগাও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে এক সভা সোমবার বিকালে নিউজ সোনারগাঁও ২৪.কম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ১১ সদস্য বিশিষ্ট সোনারগাঁও উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটি নিম্মরুপ:আহবায়ক, ফরিদ হোসেন- দৈনিক বর্তমান, যুগ্ম আহবায়ক, মোক্তার হোসেন,সদস্য সচিব রবিউল হুসাইন – যায়যায়দিন, সদস্য আবু বকর সিদ্দিক- মানবজমিন ” মোকাররম হোসেন মোল্লা- বর্তমান খবর , মাহবুবুর রহমান সুমন – দৈনিক সংবাদ ,খায়লুর আলম খোকন – ডেসটিনি, ” ফারুক হোসেন – সংবাদ প্রতিদিন, আয়নাল হোসেন – ভোরের সময়, মাজারুল ইসলাম রোকন – আজকের পত্রিকা, মাজেদুল ইসলাম সম্রাট – সকাল বার্তা