সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী -ফেনী অাঞ্চলিক মহাসড়কের ডাকবাংলায় মঙ্গলবার সকালে যাত্রী ছাউনি নির্মান কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ সদস্য মো. ফারুক হোসেন। তিনি জানান, স্থানীয় জনগনের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৪লক্ষ টাকা ব্যায়ে ২৩/৯ ফুট আয়তনের যাত্রী ছাউনি নির্মিত হচ্ছে। এতে দুটি কনফেকশনারি দোকান থাকবে। ঠিকাদার প্রতিষ্ঠান সোনালী এন্টারপ্রাইজ উক্ত নির্মান কাজ পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, জনবহুল ডাকবাংলা চৌরাস্তা মোড়ে একটি যাত্রী ছাউনি যথেষ্ট নয়। মহিলাদের জন্য অারও একটি যাত্রী ছাউনি প্রয়োজন।
এসময় মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল উপস্থিত ছিলেন।