মোহাম্মদ ইকবাল হোসাঈন :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২৭ মে রবিবার বিকেলে দাগনভূঁইয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে কামাল আতাতুর্ক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বাশার গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম,দাগনভূঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার প্রত্যয়ব্যক্ত করেন।