চট্টগ্রাম ব্যুরো : ১৩ আগস্ট ৫ ঘটিকার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট বাজারস্থ মীরসুপার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে হানিফ পরিবহনের একটি বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র্যাবের চেকপোস্টের পাশে এসে থেমে যায়। তাৎক্ষনিক র্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশি শুরু করলে বাসের ভিতর থেকে ১ জন ব্যক্তি বের হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামী মোঃ খবির হোসেন (২৭),’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ৮২ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।