কুমিল্লায় ভূয়া ডাক্তার গ্রেফতার 

 

এম,তানভীর আলম

:

লাকসামে পুলিশের পিবিআই সাব-ইন্সপেক্টর, ডিবি পুলিশের কর্মকর্তা,স ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ির কাছ থেকে প্রতারনামুলকভাবে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।আটককৃত আবু বকর ছিদ্দিক(৪৫) নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের সামছুল হকের ছেলে। তিনি লাকসাম উপজেলা রোডের পশ্চিমগাঁও পুরাতন বাজার এলাকার তৌফিক ইবনে জাব্বারে বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ সুত্রে জানাযায়, লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও সাহাপাড়ার আবদুল্লাহ আল-মামুন নামে এক ব্যবসায়ির কাছে পাশ্ববর্তী নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের সামছুল হকের ছেলে। ও লাকসাম উপজেলা রোডের পশ্চিমগাঁও পুরাতন বাজার এলাকার তৌফিক ইবনে জাব্বারে ভাড়াটিয়া আবু বকর ছিদ্দিক পিবিআ’র সাব-ইন্সপেক্টর পরিচয়ে দিয়ে বি-বাড়িয়া সদর থানা থেকে ১টি প্রাইভেটকার ও ২টি মটরসাইকেল নিলামে কিনে দেয়ার কথা বলে। নিলামে ক্রয়কৃত গাড়ি দেখতে চাইলে সে বি-বাড়িয়া সদর থানায় নিয়ে বিভিন্ন মামলায় আটককৃত একটি এক্স করোলা প্রাইভেটকার ও ২টি নতুন জিক্সার মটরসাইকেল দেখানো হয়। ওই ব্যবসায়ি গাড়ী ক্রয় করার উদ্দ্যেশে লাকসাম বাইপাস এলাকায় তার শশুর জাকির হোসেনের বাসায় নিয়েতাকে ৯ লাখ টাকা প্রদান করেন।প্রতারক ছিদ্দিক ওই সময় ব্যবসায়িকে নোয়াখালি সিটি ব্যাংক শাখার ৩লাখ টাকার ২টি চেক প্রদান করেন।

গত বৃহস্পতিবার নিলামে ক্রয়কৃত গাড়ী অথবা ৯লাখ টাকা ফেরত চাহিলে সে বিপিআই কুমিল্লা শাখায় নিয়ে আটক রেখে নির্যাতনের ভয় দেখায়। ওই ব্যবসায়ি গত বৃহস্পতিবার লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।লাকসাম থানা পুলিশের এসআই বোরহান উদ্দিন ভুইঁয়া তাকে জংশন বাজার থেকে আটক করে। এদিকে তার স্ত্রী জাহানারা বেগম নাঙ্গলকোট সরকারি হসপিটালে কর্মরত থাকার সুবাদে ওই হসপিটালের বরাদ্ধকৃত সরকারি ওষধ লাকসামে বিভিন্ন কিনিকে বিক্রির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও প্রতারক আবু বক্কর ছিদ্দিক ডিবি পুলিশের কর্মকতা, ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ির কাছ থেকে প্রতারনামুলক ভাবে টাকা আদায় করে হাতিয়ে নেয় বলে অভিযোগ আছে।লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)আবদুল্লাহ আল-মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে পিবিআই সাব-ইন্সপেক্টর, ডিবি পুলিশের কর্মকতা, ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ির কাছ থেকে প্রতারনামুলক ভাবে টাকা আদায় করে হাতিয়ে নেয়ার অনেক অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *