আবু ইউসুফ মিন্টু :
পরশুরামে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছে মোঃ আহ্সান উদ্দিন মুরাদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো আহ্সান উদ্দিন মুরাদ কে বুধবার (২৩ মে) সকাল উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একই সময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
খিন ওয়ান নু পরশুরামে এক মাস দায়িত্ব পালন শেষে চট্রগ্রামে বদলী হলে নবাগত আহ্সান উদ্দিন মুরাদ তার স্থলাভিষক্ত হন।
আহ্সান উদ্দিন মুরাদ এর আগে খাগড়াছড়ি জেলার মানিক ছড়িতে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২৮তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডার হিসেবে যোগদান করেছেন। তার বাড়ী কক্সবাজারে । ব্যাক্তি জীবনে দুই সন্তানের জনক, তার স্ত্রী একজন চিকিৎসক।
বরন ও বিদায়ী অনুষ্টানে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্রু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো আহ্সান উদ্দিন মুরাদ দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন।
পদোন্নতি পেয়ে খিন ওয়ান নু উপ-পরিচালক সরকারি আবাসন পরিদপ্তর, চট্রগ্রাম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যোগদান করেন।