ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধা সড়ক নির্মানকালে ধসে পড়েছে

সৈয়দ মনির আহমদ..
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে চর ছান্দিয়া ভৈরব চৌধুরী মোড় থেকে মদিনা বাজার , ধান গবেষনা , বহদ্দার হাট হয়ে সোনাগাজী ইউনিয়ন পরিষদ পর্যন্ত মুক্তিযোদ্ধা টির নির্মান কাজ চলছে। উক্ত সড়কে ট্রেড লিংক নামক ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ করছেন।

15673018_1759043474418129_8345293515324971417_n

বুধবার সকাল ১০ঘটিকার সময় সরেজমিনে জানা যায়, সোনাগাজী ইউনিয়ন পরিষদ থেকে চর খোয়াজ তেমুহানী পর্যন্ত নির্মানাধীন রাস্তার পাশে ৫ ফুট উচ্চতার ৫শ মিটার গার্ড ওয়াল নির্মান করা হয়। নির্মিত ওই গার্ডওয়াল খালে ধসে পড়েছে। ওই সড়কে ১৮টি স্থানে রাস্তা কেটে যান চলাচলের ব্যাবস্থা না করে নিন্ম মানের নির্মান সামগ্রী দিয়ে কালভার্ট নির্মানের অভিযোগ রয়েছে। পুরো সড়কে মেগাডমে নিম্মমানের খোয়া ব্যাবহার হচ্ছে।

15400453_1355210837843560_8969571420899786173_n

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মিনহাজ মোস্তফা জানান, অনিয়ম গুলো দৃষ্টিগোচর হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান’র স্বত্বাধিকারী তাজুল ইসলাম জানান, ধসে স্থানে নতুন করে ওয়াল নির্মান করা হবে। প্রশাসনের নির্দেশে কালভার্ট গুলো দ্রুত নির্মান করা হচ্ছে।

এ ব্যাপারে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ জানান, মুক্তিযোদ্ধা সড়কসহ চলমান সকল উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়েকটি প্রকল্প পরিদর্শন করে নিম্মমানের কাজ দেখে স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *