আনোয়ারা ব্লাড ব্যাংকের যুগান্তকারী একটি মানবিক উদ্যোগ -বাংলারদর্পন

 

 

চট্টগ্রাম ব্যুরো :

আনোয়ারার তরুণরা আজ জেগে উঠেছে, দেখিয়ে দিয়েছে ফেইসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যেমকে কাজে লাগিয়ে কিভাবে সমাজের ভাল কাজ করা যায়। ২০১৬ সালের ২৫শে জুন প্রতিষ্ঠিত হয় আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম । যার সফলতা আনোয়ারাবাসী দিন দিন পেয়ে যাচ্ছে। পারকী বীচে অনৈতিক কার্যকলাপ বন্ধে ও বীচের অবকাঠামোগত উন্নয়ন লক্ষ্যে স্থানীয় চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান। সাথে সাথে তা নিরসনে চেয়ারম্যান কাইয়ুম শাহ্‌র কার্যকরী পদক্ষেপ, যার সুফল ইতিমধ্যে পর্যটকরা ভোগ করতেছে।

 

রুয়ানোতে ক্ষতিগ্রস্থদের নিয়ে ডকুমেন্টারী রেডি করে ও দূর্গত এলাকা পরিদর্শন করে ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তাদের সহয়াতা করার জন্য বিভিন্ন মহলের কাছে অনুরোধও করেছিল কিন্তু আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম।

 

তরুণদের উৎসাহ দিলে সমাজের যে কোন ভাল কাজে তাদের লাগানো যাই। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আনোয়ারা ব্লাড ব্যাংক। তারা ভাল প্লাটফর্ম পেলে বিপথে চলার কোন সুযোগ নেই।

 

আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের ২০১৬ সালের ১৮ই জুন ঈদ পুনর্মিলনীর দিন সকাল, অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে ব্লাড ব্যাংকের সদস্য নওশাদ ও বেলালের মধ্যে কথোপকথন হচ্ছে, আনোয়ারার যুব সমাজ বিভিন্ন সামাজিক কাজে অন্যান্য উপজেলাগুলো থেকে পিছিয়ে। তার অন্যতম কারণ হচ্ছে তাদের যেমন উৎসাহ দেওয়া হয় না, ঠিক তারা ভাল কোন কাজ করলে তার জন্য অনুপ্রেরণার বদলে সমালোচনাই হচ্ছে মূল কারণ। আমি পাশ দিয়ে হাটঁছিলাম, হঠাৎ তারা বলে উঠে আনোয়ারাই একটা ব্লাড ব্যাংক গঠন করা খুব জরুরী, দিন দিন রক্তের চাহিদা বেড়ে যাওয়াতে আনোয়ারার বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে এখন ব্লাড ব্যাংক স্থাপন সময়ের দাবি। আমি একটু শ্লথগতি হয়ে যাই তাদের কথাগুলো ভাল করে শুনি, সাথে সাথে বলি এখনই ব্লাড ব্যাংকের নামে অনালইনে একটি গ্রুপ খোল। আমার সাথে সাথে আলীনূর জেমস ও সায় দিয়ে বলে আজকে থেকেই আনোয়ারা ব্লাড ব্যাংকের কার্যক্রম শুরু করা হোক।

 

আঅনিফো এর পুনর্মিলনী সভায় উপদেষ্টা, আহাব্বায়ক, সিনিয়র সদস্য, সকল সদস্যর সর্বসম্মতিক্রমে শুরু হয় আনোয়ারা ব্লাড ব্যাংকের পথচলা।

 

মুমূর্ষু , অসহায় ও দরিদ্রদের রক্তদান ও রক্ত সংকটে রক্তদান ও রক্ত সংকটে বিপন্ন মানুষের রক্তদানের মহতি উদ্যোগে আনোয়ারা ব্লাড ব্যাংকের পদযাত্রা।

 

শুধু তাই নই, অসহায় রোগীদের ব্লাড ব্যাগ কিনে দিয়ে নিজে রক্ত দিয়েও তাদের আর্থিক সহযোগীতার দৃষ্টান্ত ও আনোয়ারা ব্লাড ব্যাংক স্থাপন করেছে।

 

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানে উজ্জীবিত হয়ে আনোয়ারা ব্লাড ব্যাংকের সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছায় রক্তদান গ্রুপে প্রায় ১৭০০০ জন ফ্রেন্ড যুক্ত আছেন।  এটি আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের একটি অঙ্গসংগঠন।  সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক ভিত্তিক গড়ে উঠে এ মানবিক সংগঠন।  আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের একটি সুদক্ষ এডমিন প্যানেলের মাধ্যমে এই ব্লাড ব্যাংক পরিচালিত হয়।

 

আনোয়ারা ব্লাড ব্যাংকের অন্যতম সদস্য নওশাদ আলী জানান, সামাজিক যোগাযোগ সাইট দিয়ে মূলত আমাদের ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে আমরা ব্লাড ক্যাম্পেইনিং করে সাধারণ মানুষকে রক্ত গ্রুপ জানিয়ে দেওয়া সহ তাদেরকে রক্তদানে উৎসাহ করছি। গ্রামের মানুষ এখনো রক্তদান সম্পর্কে সচেতন নয়। তাদেরকে মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা আনোয়ারার প্রত্যেক ইউনিয়ন,  স্কুল,  কলেজে ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং এর পরিকল্পনা হাতে নিয়েছি। কোন মুমূর্ষু  রোগীর রক্তের প্রয়োজন হলে মুঠোফোনে কল করা হয় অথবা ব্লাড ব্যাংকের অফিসিয়াল পেইজ ও গ্রুপে রিকোয়েস্ট করা হয়। এরপর ব্লাড ব্যাংকের সদস্যরা প্রয়োজনীয় রক্ত সরবরাহের জন্য উদ্যোগ নেন।

 

আনোয়ারা ব্লাড ব্যাংকের অন্যতম সদস্য  বেলাল বলেন, মানবতার তরে কাজ করার মধ্যে অন্যরকম  একটা আনন্দ অনুভূত হয়।  আনোয়ারা ব্লাড ব্যাংকের সকল সদস্য এখনো তরুণ, তাদের হাত ধরেই এই মানবিক উদ্যোগ আরো এগিয়ে যাবে।

 

আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের আহবায়ক আব্দুল মালেক চৌধুরী বলেন, তরুণদের ভাল কাজে আরো বেশী যুক্ত হতে হবে। সে জন্য তাদের দরকার উপযুক্ত প্লাটফর্ম।  তারা উৎসাহ ও উদ্দীপনা পেলে যেকোন কাজ তাদের দিয়ে করানো যাই। যার ফলে তারা বিপথে পরিচালিত হতে পারবে না।আনোয়ারা ব্লাড ব্যাংক তেমনি একটি যুগান্তকারী পদক্ষেপ।  আনোয়ারার তরুণরা এখন নিজেদেরকে ভাল কাজে যুক্ত করছে যা আনোয়ারাকে দেশ – বিদেশে একটি মডেল উপজেলা হিসেবে পরিচিতির অন্যতম মাধ্যম। তিনি আরো বলেন,

আনোয়ারায় বিভিন্ন ইউনিয়নে এই পর্যন্ত প্রায় নয়টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়েছে। এই সব ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫০০০ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিয়ে রক্তদানে উৎসাহিত করা হয়েছে। ফলশ্রুতিতে বর্তমান তরুণ সমাজ অনলাইনে রক্তের আহবান পাওয়ার সাথে সাথে রক্তদান করার জন্য নিজেদের থেকে এগিয়ে এসেছে। যা আনোয়ারাবাসীর জন্য এক যুগান্তকারী পাওয়া।

 

সদস্য সচিব আলীনূর জেমস বলেন-ভালোবেসে মানুষের জন্য যতগুলো কাজ করা যায় তার মধ্যে একটি স্বেচ্ছায় রক্তদান। দিন দিন স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ছে। দেশে এখন রক্তের চাহিদা প্রচুর। এই রক্তের যোগান দিতে হলে তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আনোয়ারা ব্লাড ব্যাংকের মাধ্যমে দৈনিক ৬/৭ জনকে অসহায় রোগীকে রক্ত ম্যানেজ করে দিয়ে সুস্থ জীবনে ফিরে আসার সহায়তা করে যাচ্ছে। যা আমাদের জন্য অন্যরকম পাওয়া। তিনি আরও বলেন- দৈনিক যে হারে রক্তের চাহিদা বাড়তেছে, তরুণ প্রজন্মরা যদি এগিয়ে না আসে তাহলে এই রক্তের যোগান দিতে বেগ পেতে হবে।

 

আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও লেখক নূরুন্নবী আলী বলেন, আমি যখন ছাত্র ছিলাম তখন থেকেই এই ধরণের মানবিক উদ্যোগের অভাব বোধ করতাম। এমন অনেক সময় গেছে ছাত্র জীবনে স্কুল খরচ দিয়ে এলাকার বৃদ্ধ মানুষদের চক্ষু হাসপাতালে গিয়ে নিজের খরচে চিকিৎসা করিয়েছি। আমি অত্যন্ত খুশি যে আনোয়ারার যুবকরা আজ মানবিক কাজে এগিয়ে এসেছে। নিজেকে ধন্য মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *