সোনাগাজী অাদর্শগ্রামে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে ভুমি দখলের চেষ্টা

অাবদুল্লাহ রিয়েল :ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের অাদর্শগ্রামে কেন্দ্রিয় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ মাসুদের বিরুদ্ধে ভুমিহীন দেলোয়ার হোসেন এর বন্দোবস্তীয় জমি জবরদখলের চেষ্টার  অভিযোগ উঠেছে ।  এ ঘটনায় ছাত্রদল নেতা মাসুদ,  তার চাচা হোসেন অাহম্মদ ও সৈয়দ অাহম্মদ সহ ৪ জনের বিরুদ্ধে সোনাগাজী সহকারী ভুমি কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন। 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মাসুদের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দেলোয়ার হোসেন এর মালিকি দখলীয় জমি দখলের চেষ্টা চালায়।  বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন কে হত্যার হুমকি দিলে সে প্রানভয়ে পালিয়ে যায়।
দেলোয়ার হোসেন জানান, ১৯৭২-৭৩ সালে ১৩৩ নং বন্দোবস্তীয় নথিমুলে ২৫০শতক ভুমির মালিক হয়ে খতিয়ান ও হোল্ডিং সৃজন করে সরকারী খাজনাপাতী পরিশোধ ক্রমে অদ্যাবধি ভোগ দখলে অাছেন।  যা ৫২৬ খতিয়ানের ১৪২৪/৪১ দাগে ৫০শতক, ১৪২৪/২৪ দাগে ৩০ শতক ও ১১৪৩ খতিয়ানের ৮৬৪/৪৭ দাগে ১৭০ শতক।
অাদর্শগ্রাম কৃষি সমবায় সমিতি লিঃ’র সভাপতি নুরুল হুদা জানান, হোসেন অাহম্মদ ও সৈয়দ অাহম্মদ এর নামে অাদর্শগ্রামে  দুটি নথি ছিল, তারা বেঅাইনি ভাবে সেই জমি গুলো অনেক অাগেই ছাপবিক্রি করে অাদর্শগ্রাম ত্যাগ করে।   তারা জবরদখলবাজ,  সন্ত্রাসী ও ভুমিদস্যু ক্রমান্বয়ে অাদর্শগ্রামের নাল জমি,  সরকারী দিঘী ও ভুমিহীন দের সহায় সম্বল দখলের পায়তারা করছে।  অামরা অসহায় ভুমিহীন কৃষকদের সহায় সম্বল রক্ষার্থে প্রশাসনের সর্বস্তরের সহযোগীতা কামনা করছি।

খালেদ মাসুদ জানান, অামরা অামাদের ক্রয়কৃত সম্পত্তিতে সিমানা নির্ধারনের চেষ্টাকালে তারা বাধা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *