বালিয়াডাঙ্গী উপজেলায় একটিমাত্র মাদ্রাসায় শতভাগ পাশ | বাংলারদর্পন 

মোঃ জানে আলম শেখ, ঠাকুরগাঁও :

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অধীনে ২২ টি মাদরাসায় ৬৩৫ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ২৬১ জন কৃতকার্য ও ৩৭৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয় ।উপজেলায় শতকরা পাশের হার ৪০.৯৭%। এবারে বালিয়াডাঙ্গী উপজেলার একটিমাত্র মাদ্রাসা শতভাগ পরীক্ষায় পাশ করে । মাদ্রাসাটি হল দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ,মাদ্রাসার সুপার আবদুস সোবহান এর কাছে এ প্লাস না হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি ঠাকুরগাও সাংবাদিক মোঃ জানে আলম শেখ কে জানান , বারবার সিলেবাস পরিবর্তন হওয়ার  কারণে আমাদের মাদ্রাসায় এ প্লাস এর হার কমেছে । আমরা আগামীতে যথাযথ পদক্ষেপ নিব এবং এ প্লাস নিশ্চিত করবো। তিনি বলেন আমাদের মাদ্রাসা বালিয়াডাঙ্গী উপজেলার মধ্যে শতভাগ পাস  হওয়ায় আমি মহান আল্লাহ আছে শুকরিয়া আদায় করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *