মহাকাশ থেকে প্রথম সিগনাল পাঠিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

নিউজ ডেস্ক :

 মাঝরাতে স্যাটেলাইট উড়ে গেছে মহাকাশ জয়ের লক্ষ্যে। পুরো বাঙালির একঝাঁক স্বপ্ন আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রাতেই মহাকাশে গিয়ে পৃথিবী প্রদক্ষিণ শুরু করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন আরও চমকপ্রদ তথ্য। মহাকাশ থেকে প্রথম সিগনাল পাঠিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

ফেসবুক লাইভে ‍জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরাও মহাকাশের বুকে নাম লিখিয়েছি। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ও বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ যে সক্ষম তা আবারও প্রমাণ হলো। মাননীয় প্রধানমন্ত্রী তা আবারও প্রমাণ করে দিলেন।’

এর আগে শুক্রবার দিবাগত রাত ২ টা ১৪ মিনিটে রওনা দিয়ে মহাকাশে পৌঁছে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে পৃথিবী পদক্ষিণ করে এই স্যাটেলাইট। আর উৎক্ষেপণের ৩৩ মিনিট ৪১ সেকেন্ডে মহাকাশে মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর কক্ষপথে চলে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *