প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর আরেক খুনি মোসলেহ উদ্দিন কলকাতায় আটক | বাংলারদর্পন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসালদার মোসলেহ উদ্দিনকে আটক করার খবর পাওয়া গেছে। কলকাতা সূত্র জানায় কাছাকাছি কোনো একটা সময়ে চব্বিশ পরগনার বনগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
গত চল্লিশ বছর যাবৎ তিনি সেখানেই বসবাস করতেন বলে জানা গেছে।
ht: 1.6;”>কলকাতা সূত্র জানায় মোসলেহ উদ্দিন বনগ্রামে ডাক্তার দত্ত নাম হোমিওপ্যাথির চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন। গাইঘাটার ঠাকুরনগর রেল স্টেশনের পাশে “ ইউনানী ফার্মেসী” নামে তার একটা দোকান ছিল ।
সম্প্রতি ফাঁসি কার্যকর হওয়া আরেক খুনী ক্যাপ্টেন ( বরখাস্ত) মাজেদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। বাংলারদর্পন<