বাংলারদর্পন : ২১ ডিসেম্বর ২০১৭
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত জাতীয় পার্টির লাঙ্গল এগিয়ে আছে। ১৯৩টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১০৩ টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে জাতীয় পর্টির (লাঙ্গল) প্রার্থী মোস্তাফিজুর রাহমান ৯৬ হাজার ৯৪১ ভোট পেয়েছেন।
এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৪ হাজার ৫১২ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ১৯ হাজার ৬৪১ ভোট।
রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে এখনো চলছে ভোট গণনা। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।
রসিকের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।