সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী মডেল একাডেমি অায়োজিত মুক্তিযোদ্ধা খাজা অাহম্মেদ স্মৃতি ভিত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে অানুষ্ঠানিক ভাবে পরিচালনা কমিটির উপদেষ্টা ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের হাতে ফলাফল তুলে দেন ভিত্তি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাওলা।
এসময় অারো উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম ফিলিফ, পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজ উদ্দৌলাহ খান , প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন অালাউল, মাস্টার নুরুল করিম সাইফুল প্রমুখ।
জানা যায়, সুপার ট্যালেন্ট ৫ জন, ট্যালেন্টফুল ৩৪জন, এ ক্যাটাগরিতে ৮৩ জন ও সাধারন ক্যাটাগরিতে ২৮ জন, সর্বমোট ১৫০জন শিক্ষার্থী ভিত্তি পেয়েছেন।
এর অাগে গত ৮ ডিসেম্বর সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেনীর প্রায় ১৩শ শিক্ষার্থী উক্ত ভিত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।