নোয়াখালীতে ৪০ জন প্রতিবন্ধী পেল মানবিক পুলিশের নগদ অর্থ ও হুইল চেয়ার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কবিরহাটে ৪০ জন প্রতিবন্ধী শিশু, নারী ও বয়স্কদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় মানবিক পুলিশ ইউনিট সিএমপি’র আয়োজনে কবিরহাট থানা হল রুমে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

তিনি বলেন, পুলিশ আইন শৃঙ্খলার পাশাপাশি নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ মানবিক পুলিশ হিসেবে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে পুলিশ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন, কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, মানবিক পুলিশ ইউনিট’র টিম লিডার মো শওকত হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *