জানে-আলম শেখ :
ঠাকুরগাঁওয়ের ‘কর্নেট সাংস্কৃতিক সংসদের’ নতুন কমিটি গঠন করা হয়। গত শুক্রবার দিন ব্যাপি ঠাকুরগাঁও আকচা ইউনিয়নের স্বপ্ন জগত পার্কে সাধারন সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। সেই সাথে অভিষেক অনুষ্ঠান ও ঈদ পূনর্মীলনী সম্পন্ন হয়।
এসময় আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সভাপতি আখতার হোসেন রাজা, হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামিম ফেরদৌস টগর, আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস প্রমুখ।
১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যাকারী পরিষদ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ নুর হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম প্রবাল।