নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগের নতুন কমিটি চূড়ান্ত করতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও এস.এম.জাকির হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যাশীদের তালিকা যাচাই বাছাই করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা মোতাবেক ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে ১১ মে, ২০১৮ এর মধ্যে ২৮ বছরের অধিক বয়সের পদপ্রত্যাশীদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আর চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে পদপ্রত্যাশী বৈধ প্রার্থীদের তালিকা। আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ছাত্রলীগের নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন।
এর আগে গতকাল ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯ তম সম্মেলনের উদ্বোধন করেন।