সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাশার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান অাবুল বাশার। তিনি বলেন, মেধাবি জাতি গঠনের লক্ষে সরকার শিক্ষাক্ষাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্যাটেলাইট উৎক্ষেপনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের অারো একটি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুৃষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সলিম উল্যাহ সেলিম।
প্রধান শিক্ষক অাবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলজিইডির প্রকল্প উপ পরিচালক অামিনুর রশিদ চৌধুরী মাসুদ, ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরণ, উপজেলা অা’লীগের সহ সভাপতি অাবদুল মজিদ ভুলুমিয়া, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক অাবদুর রহিম মানিক।
এসময় শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পরিচয় পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এতে বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও সহস্রাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
#বাংলারদর্পন।