মোঃ আলাউদ্দীন, চট্টগ্রাম থেকে :
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মহাত্মা গান্ধী স্মৃতি সম্মাননা-২০১৮ প্রাপ্তিতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ২৩ জুলাই বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সংবর্ধনা জানান। এ সময় উচ্ছ্বসিত চেম্বার সভাপতি বলেন-বীর চট্টগ্রামের সন্তান, একজন খ্যাতিমান পরিবেশ বিজ্ঞানী ও দেশের শিক্ষা খাতে অগ্রণী ভূমিকা পালনকারী হিসেবে এ সম্মাননা তাঁর প্রাপ্য। আমরা বিশ্বাস করি চবি উপাচার্যের মেধা, প্রজ্ঞা, নিষ্ঠা, দূরদর্শীতা ও শিক্ষায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন এবং ভবিষ্যতেও আরো অবদান রেখে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন। উল্লেখ্য, গত ২০ জুলাই ঢাকায় শের-এ বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এবং গুড গভার্ন্যান্স এন্ড হিউম্যান রাইটস রিভিউ’র যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে উল্লেখিত এ সম্মাননা প্রদান করা হয়।