নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী বিটুকে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আশরাফ সিদ্দিকী বিটুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আশরাফ সিদ্দিকী বিটু ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার বাসিন্দা।