বাংলার দর্পন ডট কম : প্রকাশ- ৭ নভেম্বর ১৬।
কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা মাঝারি বৃষ্টি হচ্ছে। পুরোনো স্মৃতি মনে করে আকাশটা যেন কাঁদছে। এরই মধ্যে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করলেন বঙ্গবন্ধু বড় মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেক কন্যা শেখ রেহানা। সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা ও ববিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরে যান।
জাদুঘরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।