রমজান উপলক্ষে সোনাগাজী উপজেলা অাওয়ামীলীগের প্রস্তুতি সভা | বাংলারদর্পন 

সোনাগাজী প্রতিনিধি > আসন্ন রমজান উপলক্ষে সোনাগাজী উপজেলা অা’লীগের প্রস্তুতিসভা অনুৃষ্ঠিত হয়েছে।

উপজেলা অা’লীগের সভাপতি রুহুল অামিন এর সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় পৌরসভা এবং সকল ইউনিয়ন সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে সোনাগাজী উপজেলা অা’লীগ কার্যালয়ে উক্ত সভা অনুৃষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতভাবে সকল ইউনিটের ইফতার মাহফিলের দিনধার্য করা হয়।

সিন্ধান্ত অনুযায়ী অাগামী ২৮ মে মজলিশপুর, ২৯মে বগাদানা, ৩০মে মঙ্গলকান্দি, ৩১মে মতিগঞ্জ, ১জুন চর দরবেশ,  ২জুন চর ছান্দিয়া, ৩জুন সোনাগাজী সদর, ৪জুন অামিরাবাদ,৫ জুন নবাবপুর এবং ৬ জুন পৌরসভা ও উপজেলা অা’লীগের ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *