ফেনী প্রতিনিধি :
রোটার্যক্ট জেলা সংগঠনের ‘বিলোনীয়া’ জোনের আয়োজনে কলার হস্তান্তর ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী আর্ন্তজাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর ডিপুটি গভর্ণর রোটা. জালাল উদ্দিন বাবলু,বিশেষ অতিথি ছিলেন এসিষ্ট্যান্ট গভর্ণর রোটা. আবদুল আউয়াল সবুজ,রোটারী ক্লাব অব ফেনী অপুর্ব’র সভাপতি রোটা. হানিফ মজুমদার মিন্টু,সদ্য প্রাক্তন সভাপতি ও আর সি সি রোটা. সাইদুল মিল্লাত মুক্তা,রোটারী ক্লাব অব ফেনী অপরূপার সদ্য প্রাক্তন সভাপতি ও আর সি সি রোটা. এ কে এম সাইফুল ইসলাম মজুমদার সোহেল,রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের আর সি সি রোটা. সাইফুল ইসলাম মিঠু। অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রো. এস আলম ভূঞা অপু কে কলার পরিয়ে দেন সদ্য প্রাক্তন সভাপতি রো. এ এন এম মাখজাম হায়দার মিরাজ,রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ.কলেজের সভাপতি রো. নাজমুদ্দিন জিকুকে কলার পরিয়ে দেন চার্টার সভাপতি রো. সাইফুদ্দিন রাসেদ,রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার চার্টার সভাপতি রো. তাহমিনা ফেরদৌস লাবনীকে কলার পরিয়ে দেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি রো. মাহমুদুল হক জিসান ও রো. আবুল হাসনাত রনি।রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি রো. জিয়া উদ্দিন সকল ক্লাব সভাপতি ও সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জোনাল প্রতিনিধি রো. এ এন এম মাখজাম হায়দার মিরাজ সবার কাছ থেকে সর্বাত্বক অসহযোগিতার আশা ব্যক্ত করে ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।