ফেনী প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে ৬ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল ধর্মপুরে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় ২টি মাইক্রোবাস এর গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামিয়ে মোঃ সবুজ হাওলাদার (৩৬), মোঃ আবুল কালাম (৩৯), মোঃ সোহেল দেওয়ান (৩৫), মোঃ উজ্জ্বল হোসেন (৩২), মোঃ আরিফ হোসেন, মোঃ আক্তার হোসেন (৩৫), মোঃ দেলোয়ার হোসেন (৩৭)কে আটক করে। পরবর্তীতে ০২টি মাইক্রোবাস তল্লাশী করে মাইক্রোবাস এর ভিতরে লুকানো অবস্থায় ৬৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত ২টি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০৬ লক্ষ ৮৮ হাজার টাকা এবং জব্দকৃত ০২টি মাইক্রোবাস এর আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা।
ধৃতদের ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।